পুলিশ ও জনতার সহায়তায় মুরগী চোর আটক

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 48539 Shares

আজ ৭ই এপ্রিল। কুমিল্লার বুকে জন্ম নেয়া উনাইসার গ্রামে চলছে চরম সংকট।
আমাদের সংবাদ দাতা কায়েস মোশারফ কান্ত কিছুক্ষন আগে এলাকাবাসীর বরাত দিয়ে জানান উনাইসার গ্রামে হঠাৎ করেই সড়ু লম্বা শক্ত সবজী গায়েব হওয়া শুরু হয়েছে।
এইসব শাক সবজির মধ্যে গাজর, মুলা, শশা, বেগুন এবং লাউ অন্যতম।
এলাকাবাসীদের থেকে জানা গত কিছুদিন যাবত থেকেই গ্রামের বাতাস ভারী হতে শুরু করে এবং চারপাশে প্রচুর পরিমানে বায়ুদুষিত হতে শুরু করে যার কারন হিসেবে তারা ভাবছেন তাদের মুলা গুলো চুরি হয়ে কারো পেটে যাচ্ছে এবং তা বদহজম হয়ে সে ব্যাক্তি বায়ুদুষন করছেন।
এলাকাবাসী জানান এই আতংকজনক অবস্থায় গত ২/৩ দিন যাবত উনাইসারের প্রখ্যাত গাইয়া পাকনা আবরার আল দাইয়ানকে খুজে পাওয়া যাচ্ছেনা যার কারনে তার বড় বোন শারলিন আহমেদ থানায় নিখোজ অভিযোগ লিখান যার দরুন পুলিশ তাকে খুজতে বের হোন অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তরুনী অভিযোগ করেন যে গাইয়া পাকনা আবরার আল দাইয়ান কে তারা এসব সড়ু লম্বা সবজি চুরি করতে দেখেছেন, এর মধ্যে এক তরুনী বলেন, আমাকে গাইয়া পাকনা জিম্মি করে আমার বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করে এক মন মুলাও বেগুন।
যেই তরুনীকে জিম্মি করা হয় তিনিও পুলিশে গাইয়া পাকনার বিরুদ্ধে অভিযোগ দ্বায়ের করেছেন।
পুলিশ নিখোজ অভিযোগ এবং এলাকার তরুনীদের অভিযোগের ভিত্তিতে পুরো উনাইসারের প্রত্যেকটি জায়গায় গাইয়া পাকনাকে খুজতে শুরু করে এবং এক পর্যায়ে পুলিশ গাইয়া পাকনা আবরার আল দাইয়ানকে এক অজ্ঞাতনামা তরুনীর মুরগীর খাচায় খুজে পায় যেখানে সে মুরগী চুরি করার জন্য ফাদ পেতে বসেছিলো এবং অই অবস্থাতেই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।
পুলিশের উচ্চপদস্থ অফিসার সরবত আলী জানান আমরা গাইয়া পাকনাকে আটক করি এবং আমাদের সন্দেহ হয় যে উনাইসারে সরু সবজি সংকট ও এলাকার তরুনীদের হয়রানীর জন্য দায়ী। এই ভিত্তিতে আমরা তাকে রিমান্ডে নেই যেখানে গাইয়া পাকনা আবরার আল দাইয়ান চাঞ্চল্যকর সব তথ্য দেয়, যেখানে সে স্বীকারোক্তি দেয় যা হুবুহু তুলে ধরা হলোঃ
করোনার লক ডাউন এ আমি বেগুন, লাউ,মুলা,মরগি,ডিম এর ছবি উঠাতে গিয়ে এই সব চুরি করি।এর মধ্যে আমার কিছু মেয়েলী ব্যাপার পরিবর্তন দেখা দেয়.শড়ি পড়া,সাঁঝা আর ও অনেক কিছু..যা লোকসমাজে বলা যাবেনা...
অন্যদিকে স্বীকারোক্তির পর গাইয়া পাকনার মেডিকেল চেক আপ করা হয় যেখানে ডাক্তার বলেন আবরার আল দাইয়ানের পিছনে প্রচুর পরিমান ক্ষত।
এই স্বীকারোক্তির পর পুলিশ তার কুড়েঘরে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমানে দুমড়ে মুচড়ে থাকা সরু সবজি আটক করে। তদন্ত চলছে এবং পুলিশ আমাদের জানিয়েছেন গাইয়া পাকনাকে পাবনায় উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হতে পারে।

---সিনিয়র জার্নালিস্ট
---হা-মীম আহমেদ
--- আল উনাইসারাল জাজীরা নিউজ
----কুমিল্লা

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty