BTS এর ৪র্থ নির্বাচিত সভাপতি নিক্কন বিশ্বাস ও সাঃ সম্পাদক অমিত মন্ডল

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 13370 Shares

নিজস্ব সংবাদদাতাঃ চারিদিকে এত লকডাউনের মধ্যেও আজ অত্যন্ত সুষ্ঠভাবে Bangladesh Takku Society (BTS) এর চতুর্থ কাউন্সিল সম্পন্ন হলো। আগামী এক বছরের জন্য BTS এর সভাপতি ও সাধারণ সম্পদক পদে মনোনীত হলেন গোপালগঞ্জের কৃতি ব্যাক্তিত্ব ইঞ্জিনিয়ার নিক্কন কুমার বিশ্বাস ও ডেন্টিস্ট অমিত কুমার মন্ডল । বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক সৌরভ ওঝাকে বর্তমান কমিটির উপদেষ্টা হিসেবে রেখে নতুন এ কমিটির মনোনয়ন দেয়া হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনীত হয়েছেন বাবু গৌতম চন্দ্র সেন। কাউন্সেলিং এর পুরো বিষয়টা অনলাইনে আমেরিকা থেকে নিয়ন্ত্রণ করেন World Takku Society (WTS) এর সভাপতি বাবু জনি সিন্স। বাংলাদেশের পক্ষ থেকে কাউন্সেলিং এ সহায়তা করেন BTS এর সাবেক সভাপতি সমীরন বিশ্বাস, সাবেক সাঃ সম্পাদক রমেন বাড়ৈ, BTS এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাঃ সম্পাদক আবুল হায়াত ও মাসুদ রানা (রুবেল) সহ আরো বিশিষ্ট টাক্কুবর্গ

সম্মেলনের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক সভাপতি বলেন, চুল একটি অপ্রয়োজনীয় বস্তু। জমির আগাছা পরিস্কারের মত মাথার চুল পরিস্কার করে রাখতে হয়।

সাবেক সভাপতির কথার সাথে সহমত জ্ঞাপন করে বর্তমান সভাপতি বলেন আমরা শিক্ষিত সমাজ শুরু করলেই এরপর ধীরেধীরে সাধারন জনগণ শুরু করবে। এখন সারাদেশে লকডাউন। ঘরে বসে সবাই মাথার চুল ফেলে দিন। শীঘ্রই আমরা একটি চুলহীন সুন্দর জাতি দেখতে চাই।

নির্ধারিত বক্তব্যে সাঃ সম্পাদক বলেন প্রাথমিক ভাবে আমরা স্বল্প সংখ্যক ছিলাম। এখন আমাদের বৃহৎ টাক্কু পরিবার। যে কোনো টাক্কু চাইলে আমাদের BTS এ যোগ দিতে পারেন। বর্তমান পূর্নাঙ্গ কমিটিতেও আমরা নতুন সদস্যদের অগ্রাধীকার দেব।

সময় স্বল্পতার কারনে আজ কমিটির বাকী সদস্যদের নাম ঘোষনা করা হলনা তবে শীঘ্রই জাতীয় পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেছেন BTS এর নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার নিক্কন কুমার বিশ্বাস।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরো যারা আসীন হতে পারেন তারা হলেন.. তন্ময় বনিক, এডভোকেট চয়ন বালা, ডাঃ নয়ন বালা, সুজন মল্লিক সহ আরো অনেকে।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty