সরকারি চাকরি থাকা সত্ত্বেও বড় বোনের কারণে বিয়ে করতে পারছেনা চট্টগ্রামের যুবক।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 96053 Shares

বিয়ে করা ইসলামের দৃষ্টিতে একটি সুন্নতের কাজ।কিন্তু এই বিয়ে নিয়েই রয়েছে অনেক জনের অনেক মত।কেও বিয়ে করতে না চেয়ে বিয়ে হয়ে যাচ্ছে,আবার কেও বিয়ের জন্য উপযুক্ত সব কিছু থাকলেও বিয়ের পিড়িতে বসতে পারছে না।।এমন ই এক চট্টগ্রামের যুবক আলি আকবর সাজু যার সরকারি চাকরি থাকা সত্ত্বেও বিয়ের পড়িতে বসার সৌভাগ্য এখনো হচ্ছেনা। তার বয়স ৩০ বছর।।সে অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা।কিন্তু তার এই সরকারি চাকরি থাকার পর ও কেন তিনি বিয়ের পিড়িতে বসতে পারছেন না এই নিয়ে কথা বলতে গেলে নাম না জানানো এক ব্যক্তি জানাই তার পরিবারের কারণেই সাজুর বিয়ে হচ্ছে না। তার বড় বোন লাকীকে দোষারোপ করে ব্যক্তিটি। তিনি আরো জানান তার বোন লাকী মেয়ে পছন্দ হলেও ছোট খাটো সব কিছু নিয়েও ক্ষুত ধরার চেষ্টায় ব্যস্ত থাকে।মেয়েদের পক্ষে সব কিছু ঠিক থাকলেও লাকীর মত না দেওয়ার কারণেই বিয়ে আর হয়ে উঠে না। এভাবেই এই নিয়ে অনেক মেয়েকেই রিজেক্ট করতে হয়ছে সাজুর ফ্যামিলিকে।আর এই জন্য লাকীর দোষ বেশি দিচ্ছে ব্যক্তিটি।শুধু ব্যক্তিটি নয় এলাকার প্রায় সবাই সাজুর বিয়ে না হওয়ার জন্য লাকীকে দায়ী করছে।এলাকাবাসী বলেন সাজুর বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে যাওয়ার পরও তাকে বিয়ে করতে দিচ্ছে না লাকী,লাকী ও তার মায়ের মানসিকতা বদলানো দরকার।না হয় সাজুর বিয়ে করা হয়ে উঠবে না।।এই বিষয় নিয়ে সাজুর সাথে কথা বলতে গেলে সে আমাদের সাথে কথা বলতে চাইনি।তিনি শুধু বলেছেন হয়তো আমার বয়স হলেও আমার ভাগ্যে বিয়ে না থাকার কারণেই হয়তো এখনো বিয়ের পিড়িয়ে বসতে সক্ষম হচ্ছিনা।।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty