"মাঈন" নামের শতাধিক ভোটার কার্ডে নামের বানান ভুল। ইংরেজি নামে ভুল অগণিত

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 89697 Shares

প্রার্থীদের নাম " মাঈন", তবে ভোটার কার্ডে "মাউন অথবা মায়ান, অথবা মায়েন" নামে উল্লেখ্য করা।
যার কারণে অনেক নাগরিক ই চিন্তায় রয়েছে তাদের কার্ড এর নাম নিয়ে

১৬ তারিখ রোজ মঙ্গলবার কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ডে কার্ড বিতরন কর্মসূচি পালন করা হয় |
কার্ড বিতরন কর্মসূচি তে অনেক ভোগান্তির চিত্র সবার চোখে মুখে বুঝা যায় |
অনেক রোদের মধ্যে প্রায় ৩হাজার মানুষ অপেক্ষা করছিলো কার্ড পাওয়ার আশায় | কিন্তু কোন প্রকার কার্ড মিলছিলো না ভালোমত কারোরই |
তবে আবিদ ও তাওফিক নামক ২ ছেলে হাল ছাড়ে নি
এক বন্ধুর কার্ড এর জন্য তারা প্রায় ৭ ঘন্টা অপেক্ষা করেছিলো।
কার্ড তো দূরের কথা স্লিপ ও জুটে নাই তাদের কপালে।
ছ্যকা খেয়ে বেকা হয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিলো তাদের
এছাড়াও রিফাত এর সাথে বাজিতে হেরে যায় তাওফিক কার্ড সম্পর্কিত এক বাজিতে। ভাজির টাকা দিতে সে রাজি না হলেও, পরবর্তীরে শুক্রুবার রিফাত কে টাকা দিবে বলে সে জানায়

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty