টুরু লাভার, প্রেম/ভালোবাসার আইকন রাসিবের জন্মদিন আজ।
This is a satirical website. Don't take it Seriously. It's a joke.
Friday 12 August 2059 63565 Shares

অনলি ওয়ান, ফুল এন্ড হাফ,দ্যা ব্লুটুথ বয় ওয়াহিদ রাসিবের জন্মদিন আজ ২৬শে মে, বাংলা ১২ই জ্যৈষ্ঠ।
রাসিব হলেন বর্তমান তরুন সমাজের আইকন তুল্য একজন ব্যাক্তি যিনি কি না বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রেম ভালোবাসা সম্পর্কিত সমস্যা সামাধানে বিরাট ভূমিকা পালন করার অনন্ত দৃষ্টান্ত স্থাপন করা ব্যাক্তি।
দৈনিক কাশেম পত্রিকার প্রতিবেদক 'টুরু লাভার রাসিব ভক্তকুলের' মুখপাত্র আসিফের সাথে কথোপকথনের এক পর্যায়ে আসিফ জানান "এই বছর জাঁকজমকপূর্ন একটা বার্থডে পার্টি করে সেখানে কান হেলাল,অপু ভাই,লুঙ্গী মিজানের মত সেলিব্রেটিদের আমন্ত্রণ করে পুরো দেশে আলোড়ন সৃষ্টি করার মত একটা পরিকল্পনা ছিলো কিন্তু করোনার কারনে তা আর সম্ভব হয়ে উঠে নি"
রাসিব ভক্তসম্প্রদায়ের সকল সদস্যা রাসিবকে শুভ কামনা জানিয়ে এইও জানান যে তারা রাসিবের মত প্রেমিক আইকন পেয়ে ধন্য, শুধু "কুবি" না একদিন রাসিব পুরো বিশ্বের প্রেম/ভালোবাসা বা নারী সম্পর্কিত সকল সমস্যার সামাধান দাতা হবেন বলে ব্যাক্ত করে রাসিব পাগলা সমর্থকরা।
দৈনিক কাশেম পত্রিকার পক্ষ থেকে এই গুনী মানুষকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।
This is a satirical website. Don't take it Seriously. It's a joke.